নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে স্কুল এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন শুভ (২০) নামে একজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে।
গত ৩১ অক্টোবর আজিজ মহল্লার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন শুভ ওই স্কুল ছাত্রীকে পূর্ব পরিচয় সূত্র ধরে বাসায় ডেকে নিয়ে যায়।
স্কুল ছাত্রী জানান, ওই সময় বাসায় শুভর মা আসমা ছিলেন।
একপর্যায়ে ব্যক্তিগত কথা বলার নামে শুভ তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার হয়ে ঘর থেকে বের হয়েই শুভর মার কাছে অভিযোগ করে কোন প্রতিকার পায়নি বলে মেয়েটির অভিযোগ।
পরে মেয়েটি থানায় অভিযোগ করার বেশ কিছুদিন পর ২৫ নভেম্বর পুলিশ মামলা গ্রহণ করে।
ওই মেয়েটি জানায়, মামলা দেওয়ার পরে এই মামলা তুলে নেওয়ার জন্য শুভর মা তাকে বারবার চাপ দিচ্ছে।
মোহাম্মদপুর থানার এসআই পবিত্র জানান, এই মামলায় ধর্ষণের অভিযোগে শুভকে গ্রেফতার করা হয়েছে।
Tags
বাংলাদেশ