মডেল :মাহমুদ রিফাত। |
ময়েশ্চারাইজার ব্যবহার
ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই। আর্দ্রতা কমে গেলে ত্বক ফেটে মুখের চামড়া উঠে যেতে পারে। তাই এই শীতে কখনোই ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। মুখ ধোয়ার পরপরই মুখে ভালো মানের ময়েশ্চারাইজিং ক্রিম মাখুন। এতে আপনার ত্বক ভালো থাকবে। অনেকেই মনে করেন, তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু এটি ভুল ধারণা।এ ছাড়া, শীতে ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে মুখের চামড়া সাদাটে হয়ে যায়। এটি দূর করতে ময়েশ্চারাইজার খুব ভালো কাজ করে।
সানস্ক্রিন
সানস্ক্রিন নিয়ে মেয়েদের সচেতনতা বেশি থাকলেও এটি পুরুষদের জন্যও দরকার। অনেকে ভাবেন শীতকালে রোদের তীব্রতা কম থাকে বলে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু শীত হোক বা গ্রীষ্ম— দিনের বেলা ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
লিপবাম
আর কিছু হোক না হোক শীতে ঠোঁট ফাটবেই। কিছুক্ষণ ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা লিপবাম জাতীয় কিছু না থাকলেই শীতকালে ঠোঁট শুষ্ক হয়ে যায়। তাই আপনার কাছে সবসময় একটা লিপবাম বা পেট্রোলিয়াম জেলির ছোট্ট কৌটা রেখে দিন।
অলিভ অয়েল/ লোশন ব্যবহার
শুধু মুখের যত্ন নিলেই হবে? শীতে ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে শরীরের যত্নও দরকার। হাত-পায়ে অবশ্যই লোশন বা অলিভ অয়েল মাখতে হবে। এতে গোড়ালি ফাঁটার আশঙ্কাও দূর হয়।
শাক সবজি
শীতকালে বেশি করে শাকসবজি খাওয়ার অভ্যাস করুন। এতে ত্বকের সতেজতা বজায় থাকবে।
পুরুষের দাড়ির যত্ন
দাড়ি পুরুষের সৌন্দর্য বাড়ায় কয়েক গুণ। কিন্তু শীতের শুষ্কতার সঙ্গে লড়াই করে দাড়ি সুন্দর রাখা সহজ বিষয় নয়। এইসময় আপনার দাড়ি শুষ্ক হয়ে সহজেই ভেঙে যেতে পারে। এক্ষেত্রে প্রয়োজন বিয়ার্ড অয়েল। এটি আপনার দাড়ি এবং ত্বকের নিচে ভালোভাবে প্রয়োগ করুন। এটি দাড়িকে নরম এবং ময়েশ্চরাইজড রাখতে সহায়তা করবে।
ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই।তাই এই শীতে ত্বকের যত্নে ছেলেদের আরো বেশি সচেতন হতে হবে।