আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে স্কুল পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তেঘরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন তেঘরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুট্টু পাহান।
এসময় তেঘরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম সহ পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মেলা পরিদর্শন করেন।
দিন ব্যাপী এই মেলায় তেঘরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ৭ স্টলে তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প সমূহ প্রদর্শন করেন।
Tags
বাংলাদেশ