Daily News BD Online

মধুখালীতে গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল



হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলা রায়পুর ইউনিয়নের কালীগঙ্গায় হিন্দু সম্প্রদায়ের পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোর থেকেই

কালীগঙ্গার কুমার নদীর তীরে পূর্ন্যার্থীরা সমবেত হন। কুমার নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ ও জাতির জন্যে তারা বিশেষ প্রার্থনা করেন।বিভিন্ন দূর দূরান্ত থেকে পূণ্যার্থীরা আসেন গঙ্গাস্নান করতে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন অতীতের সকল পাপ কাজ গঙ্গাস্নানের মধ্যে দিয়ে মুছে যায়।

প্রতিবছর মাঘী পূর্নিমায় পূর্ণীমা তিথিতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। 


রাজবাড়ী থেকে আসা পূণ্যার্থী উদয় বিশ্বাস বলেন,গঙ্গাস্নানের মধ্যে দিয়ে নিজের ও পরিবারের লোকজনের মঙ্গল কামনা করেছি হিন্দু সম্প্রদায়ের পবিত্র এই গঙ্গাস্নানে অতীতের সকল পাপ মোচিত হয় ভগবানের কাছে প্রর্থনা করেছি তিনি যেন সকলের মঙ্গল করেন সেই প্রার্থনাও করেছি।কাঙ্গাল সাধু বলেন, শাত্রে বলা আছে মাঘী পূর্নিমায় গঙ্গাস্নানের মধ্যমে হিন্দু ধর্ম সম্প্রদায়ের অতীতের সকল পাপ ভাগবান মুছে দেন। এজন্যই গঙ্গাস্নান করতে দূর দূরান্ত থেকে পূণ্যার্থীরা আসেন।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মাহমুদা বেগম কৃক, অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, ইউপি সদস্য মো: আব্দুর রাজ্জাক শেখ, কালীগঙ্গা পূজার উৎযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কুমার সাহা, সদস্য সচিব বিরাজ কুমার বাড়ৌ প্রমুখ।


অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই, এখানে প্রতিবছরের ন্যায়ে হিন্দু ধর্মাবলম্বীদের মিলন মেলা ঘটে। অপ্রিতিকর ঘটনা এড়াতে মধুখালী থানার কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনী নিছ্রিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে যাতে করে কেউ অপ্রিতিকর ঘটনা ঘটনাতে না পারে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু বলেন, দেশনেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নির্দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীও উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য প্রসাশন মোতায়েন রয়েছেন।


রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন মিয়া বলেন, এই কালীগঙ্গা স্নান প্রতিবছরের ন্যায় এই বছরেও আমরা সার্বোক্ষণিক দেখভাল করছি এবং সার্বিক সহযোগীতা করছি দীর্ঘদিন যাবত কালীগঙ্গায় গঙ্গাস্নান হয় হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন গঙ্গাস্নান করলে অতীতের সকল পাপ মুছে যায়, আমাদের জেলা আওয়ামী লীগে এব্ং উপজেলা আওয়ামী সে বিষয়ে সজাগ থাকি। এদিকে ঐতিহ্যবাহী গঙ্গাস্নানেকে কেন্দ্র করে কুমার নদীর তীরে বসেছে লৌকজ মেলা।মেলায় হরেক রকমের প্রসাধনী সহ বাহারী দোকান বসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন