চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ডের চাঁন্দের পাড়া, এলাকায় এ ঘটনাটি ঘটেছে, ভুক্তভোগি সমিতি ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, পবিত্র সবে বরাত রাতে নামাজ আদায় করার জন্য চাঁন্দের পাড়া বাসা থেকে বের হয়ে দেখি অনেক লোক।
রাস্তায় দাড়িয়ে রিপন ওরফে সুধী রিপন বিশ্রী ভাষায় মা বাবা তুলে গালি গালাজ করছে। পাশেই বন্দর থানার ধুমপাড়া ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য দাড়ানো,কেউ কোন কিছু বুঝে উঠার আগেই রিপন তার পুর্ব পরিকল্পনা অনুযায়ী তার দলবল নিয়ে অতর্কিত ভাবে আমার উপর হামলা করে, এসময়ে আমাকে বাচাতে আসেন নুরু, অসিম, ও গৌতম, সুদী রিপন ও তার লোকজন তাদের কে বেধম মারপিট শুরু করে, এবং তাদেরকে মারাত্মক ভাবে আঘাত, জখম করে।
ভুক্তভোগী আলী জানান, তারকাছে সমিতির ৬৫ হাজার টাকা ছিল, সেই টাকা রিপন ও তার লোকজন মারপিট করে কেড়ে নিয়ে যায়। ফাঁড়ির পুলিশ সদস্যরা এগিয়ে আসার আগেই তারা মারপিট করে। এসময়ে স্থানীয় লোকজন দৌড়ে এসে আমাদেরকে প্রাণে বাঁচান।
উপস্থিত জনতার ভিতর থেকে সরোয়ার জানান রিপন ধুমপাড়া এলাকার নাম করা একজন সুদ খোর তার হাতে এপর্যন্ত কয়েক শত মানুষ হামলার শিকার হয়েছে কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। কারন সে কিশোর গ্যাং নিয়ে সর্বদা চলাচল করে। কেউ কিছু বল্লেই তার উপর হামলা চালায়।
অশিক্ষিত টাউট বাটপার, রিপন শেখ ইদানিং তার অবৈধ সুদী বানিজ্য ও অপকর্মকে আড়াল করতে ব্যবহার করছে সাংবাদিকতার সাইন বোর্ড। টাকার বিনিময়ে, নাম সর্বস্ব অনলাইনের কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে ওর মূল কাজ।
গলায় কার্ড ঝুলিয়ে বিভিন্ন অবৈধ কাজ করে বেড়ায় এই সুদখোর সাংঘাতিক।
চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ডের ধুমপাড়া এলাকার রেল লাইনের বস্তিতে বসবাসকারী এই ইলেকট্রনিক দোকানদার, নামকরা সুদখোর রিপন শেখ সেও নাকি সাংবাদিক।
স্থানীয় অনেকেই বলেন সুদখোর রিপন এর সাথে যেই লেনদেন করে সেই তার কাছ থেকে প্রতারণার শিকার হতে হয়।
এই ভুয়া সাংবাদিক সুদখোর রিপন বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আছে, সুদখোর রিপন এর প্রতারণা, হয়রানি, ও হামলার হাত থেকে রেহাই পেতে প্রশাসনের প্রতি জোর দাবি করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে মধ্যম হালি শহর ফাঁড়ির ইনচার্জ ফয়সাল সারোয়ার বলেন, ভুক্তভোগীরা বন্দর থানায় অভিযোগ করেছেন যার বিরুদ্ধে সত্যতা পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।