Daily News BD Online

মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করছেন রাজু মেডিকেলের চেয়ারম্যান রাজু



শাহাদাত হোসেন মানিকঃ
অন্যের মাঝে খুজি সুখ,অন্যের সুখেই আমার সুখ।আমার মাঝে নেই তো আমি,অন্যের মাঝে বিরাজমান আমি,রাজু আহম্মেদ অসহায় মানুষের নিবেদিত প্রাণ,সারাক্ষণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান তিনি।চিকিৎসা সেবায় প্রতিটা মুহূর্তে সাধারণ মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিয়ে গেছেন।নিষ্টার সাথে কাজ করেছেন।আশুলিয়া সাভার এলাকার মানুষ কে এত ভালোবাসে যাহা বলে বুঝানো যাবেনা।তারই অনবরত স্বীকৃতি রাজু জেনারেল হাসপাতাল।


গত বছর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান কে নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আশুলিয়ার গৌরীপুরে উদ্বোধন করেন রাজু জেনারেল হাসপাতাল।মানুষ কে সেবা টা আরও বাড়াতে হবে,তাদের কাছাকাছি যেতে হবে জানতে হবে শুনতে হবে তাদের কষ্টের কথা।
গত করোনা মহামারীর সময় চারদিকের পরিস্থিতি দেখে তিনি খুবই মর্মাহিত হন।এবং তিনি সিদ্ধান্ত নেন।তিনি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবেন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবেন।তারই ধারাবাহিকতায় গত এক বছর যাবত সেবা প্রদান করে আসছে রাজু জেনারেল হাসপাতাল।
আলাপকালে রাজু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ বলেন আমার আশা ছিলো আশুলিয়া যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা তাই শ্রমিক ভাইবোনদের স্বাস্থ্যসেবার নিশ্চিতে এখানে একটি ভালো মানের হাসপাতাল প্রয়োজন।

এই লক্ষ্যে আশুলিয়া ইউনিয়ন বাসীর কথা চিন্তা করে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মেশিনপত্রসহ প্রতিষ্ঠানটি চালু করেছেন।আল্লাহ আমাকে যতো দিন বাঁচিয়ে রাখবেন আমি অসহায়,হতদরিদ্র নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আছি।তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।বিশেষ করে আমার আশুলিয়া ইউনিয়ন বাসীর ভালোবাসার কাছে আমি ঋণী। তাদেরকে স্বল্প খরচে চিকিৎসা সেবা দিতে পারলেই আমি সার্থক হবো।


রাজু জেনারেল হাসপাতালের  এক বছর পূর্তি উপলক্ষে  তিনি বলেন  মানুষের ভালোবাসা নিয়ে বাচতে চাই,মানব সেবাই বড় সেবা।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন