Daily News BD Online

নওগাঁর মান্দা মৈনমে জোর-জবরদস্তি করে অন্যের জমি দখল ও ফসল কাটার চেষ্টা-উত্তেজনা, আইনশৃঙ্খলার অবনতির আশংকা

 


এ.বি.এম.হাবিব,  নওগাঁ :
নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের মধ্য মৈনম (ডাকাতের মোড়) গ্রামের একদল উশৃংখলরা, এক অসহায় পরিবারের জমি জবর-দখল ও ফসল কেটে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়,
জমির খতিয়ান ভুক্ত ওয়ারিস হিসেব পূর্বপুরুষ থেকে প্রায় ৭বিঘা জমি বংশ পরমপারা দখল ভোগ করে আসছিল মো.রেজাউল করিম রানা সরদারেরা। পৈতৃক সুত্রে প্রাপ্ত হয়ে জমির বর্তমানেও খাজনা-খারিজসহ হোল্ডিং সম্পর্ন করা আছে তাদের। সেই জমিতে আগের মত বর্তমানে তারা গম ফসল করে সার-পানি দিয়ে আসছে। হঠাৎ করে পার্শবর্তী কুখ্যাত ভুমিদস্যু আজাদ,জিল্লুর,জালাল সহ আরো অজ্ঞাত কয়েকজন রানাদের জমি-জমা দখল করার চেষ্টা করে এবং জমিতে থাকা গম কেটে নেওয়ার জন্য বার বার চেষ্টা করে এবং হুমকি দিয়ে আসছে।  
এ বিষয়ে ভুক্তভোগীরা মান্দা থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশ এসে দু,পক্ষকে শান্ত থাকতে বলে যায়।

সাংবাদিকরা সেখানে গিয়ে, কি মুলে তারা জমি দখল বা গম কেটে নিতে চায় এমন প্রশ্ন বার বার করলে, ভুমিদস্যুরা কোন উত্তর দেয় না বা কোন প্রকার কাগজপত্র দেখাতে পারে না। কাগজপত্র ছাড়া কাহারো জমি দখল করা অন্যায়, দেশে আইন কিন্তু আছে এমন কথা বললে, জবরদস্তি কারীরা খুবই উগ্র মেজাজে সাংবাদিকদের সামনেই বলতে থাকে এই ফসল কেহই রক্ষা করতে পারবে না বলে হুমকি দেয় এবং তাদের মহিলারাও উত্তেজিত হয়ে তাদের স্বামীদের কথায় সুর মেলাতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, বয়তুল্যা সরদার এর ওয়ারিস হিসেবে মো.রেজাউল করিম রানারা এই সম্পত্তি গুলোতে ফসল ফলিয়ে ভোগ দখল করে আসছে বহু বছর ধরে। তাদের পরিবারে ছেলে মানুষ তেমন না থাকায়, জোর-জবরদস্তি করে রানার পরিবারের উপর, খুব অন্যায় ভাবে নির্যাতন করে আসছে আজাদ,জিল্লুর,জালাল গংরা। রানাদের জমির কাগজপত্র, খাজনা-খারিজ থেকে শুরু করে সকল কিছু ঠিক,ঠাক আছে। কয়েকবার এ বিষয় নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা আপোষের জন্য বসেও ছিল কিন্তু সেখানেও আজাদ,জিল্লুর,জালাল গং কোন কাগজপত্র দেখাতে পারে না। শুধু গায়ের জোরে রানাদের উপর নির্যাতন করে, আর বার বার তাদের জমি-জমা দখল করতে যায়। স্থানীয়রা আরো বলেন,এই জবর-দখলকারীদের ভয়ে কেহই সঠিক কথা বলতে সাহস পায় না। তবে এবার যদি এই জমির ফসল গম কাটতে আসে তাহলে এখানে মারামারী সহ আহত-নিহত হবার সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসীরা আগে থেকেই আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে মান্দা থানার এস আই আবু সামা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়ে,ঘটনাস্থলে গিয়ে সব কিছু জেনে বিবাদীদের থানায় ডেকেছেন তিনি এবং তাদের কোন কাগজপত্র থাকলে সঙ্গে নিয়ে আসতে বলেছেন। তিনি আরো বলেন,তাদেরকে ঐ জমিকে কেন্দ্র করে, কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, সে বিষয়ে দু,পক্ষকে সতর্ক করা হয়েছে এবং আগামী শনিবারে দু,পক্ষকে নিয়ে বসবেন বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন