Daily News BD Online

যশোরে বিএনপি নেতার আড়তে কর্মচারীর লাশ!


 

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরি মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে কর্মচারী বায়েজিদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) ভোরে লাশটি উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত বায়েজিদ খুলনার  বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। আড়তের নৈশপ্রহরীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।  পুলিশের ধারণা, টাকা চুরির ঘটনার জেরে বায়েজিদকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) জুয়েল ইমরান সাংবাদিকদের জানিয়েছেন, শহরের লোন অফিস পাড়াস্থ বিএনপি নেতা মুল্লুক চাঁদের চালের আড়তে কাজ করতেন বায়েজিদ। বেশ কিছুদিন আগে সে ৫ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।  খুলনা থেকে তাকে যশোরে ডেকে আনা হয় । তিনি আরও বলেন, টাকা চুরির ঘটনায় বায়েজিদকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুঠোফোনে বায়েজিদের মৃত্যুর বিষয়টি জানানোর পর তার পরিবার পুলিশকে জানিয়েছেন, টাকার লেনদেনের বিষয়ে খুলনার স্থানীয় টিপু কাউন্সিলার তদারকি করছিলেন।  রোববার দুপুরে তিনি বায়েজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন।  বায়েজিদকে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা জুয়েল ইমরান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন