Daily News BD Online

পরীক্ষায় পাস করায় নানাবাড়িতে মিষ্টি দিয়ে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর


নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষার পাস করায় নানার বাড়িতে মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয় জান্নাতুজ্জামান চঞ্চল (১৬) নামে এক শিক্ষার্থী ।

সোমবার (১৩ মে) বিকেল ৪টার দিকে মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের কাছে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

জানা গেছে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী চঞ্চল গাংনী উপজেলার চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে। তিনি এবার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন।

নিহত শিক্ষার্থীর বাবা জানান, রোববার ছেলে এসএসসি পাস করেছে। আজ (সোমবার) তার নানাবাড়ি ধলা গ্রামে মিষ্টি দিতে গিয়েছিল। ফেরার পথে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।

শিক্ষার্থী চঞ্চলের বন্ধু আলিফ বলেন, ইজিবাইকে চড়ে আমরা নওপাড়া থেকে গাংনী আসছিলাম। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে ইজিবাইকের চার যাত্রী। পরে মুমূর্ষু অবস্থায় চঞ্চলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। মাথায় আঘাত লাগায় প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। ঘটনার পরপরই  ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকের সন্ধান করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন