Daily News BD Online

মাদক অভিযানে বেপরোয়া আশুলিয়া পুলিশ ফাঁড়ি



শাহাদাত হোসেন মানিকঃ 

রাজধানী ঢাকার পাশেই অবস্থিত আশুলিয়া থানা,বৃহত্তম থানা হওয়ার কারণে ঢাকার পাশে এরিয়া আশুলিয়া বাজার,এই বাজার এরিয়াটি পুলিশ ফাঁড়ি দিয়ে নাগরিক সুবিধা দিয়ে থাকেন আশুলিয়া থানা।এই পুলিশ ফাঁড়ি এলাকায় গড়ে ওঠেছে মাদকের আখড়া।ইয়াবা,গাজা সহ যেকোন মাদকের আখড়া হিসাবে আশুলিয়া পুলিশ ফাঁড়ি এলাকা কে বেচে নিয়েছে মাদক ব্যবসায়ীরা।বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন হওয়ার কারণে নড়ে-চড়ে বসেছে আশুলিয়া পুলিশ ফাঁড়ি।আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আরাফাত উদ্দিন ও তার সহযোগী এএসআই (নিঃ) মোঃ কামরুল হাসান, বিপি নং-৮৪০৫১০৫১২২,সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় মাদক অভিযান পরিচালনা করেন।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এর পরামর্শ ক্রমে আশুলিয়া পুলিশ ফাঁড়ি কে মাদক মুক্ত করতে অভিযানে নামেন আশুলিয়া পুলিশ ফাঁড়ি।


তারই ধারাবাহিকতায় রুস্তমপুর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ী কে ধরতে সক্ষম হন।ধূত আসামী ১।গৌর সাহা পিতা-মৃত অনিল কুমার সাহা, সাং- রুস্তমপুর সাহাপাড়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা, ২। কিরন চাকমা (২৫), পিতা-শশী শান্তি চাকমা,সাং-এ ব্লক,খানা-বাগ্যইছড়ি,জেলা-রাঙ্গামাটি,বর্তমান সাং-পূর্ব ডেন্ডাবর আরইবি রোড আব্দুল হক এর বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
আসমীদ্বয়ের দখল হইতে উদ্ধারকৃত আলামত (ক) ০৩টি প্লাষ্টিকের জারিকেন ভর্তি অনুমান ৬০ (ষাট) লিটার দেশীয় তৈরী চোলাই মদ,প্রতিটি জারিকেনে ২০ লিটার করিয়া, (খ) ০২টি প্লাষ্টিকের জারিকেন ভর্তি অনুমান ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, প্রতিটি জারিকেনে ২৫ লিটার করিয়া, প্রতি লিটার চোলাই মদের অবৈধ বাজার মূল্য ১০০০/-টাকা করিয়া মোট ১১০ (একশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদের সর্বমোট মূল্য অনুমান ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা।


আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আরাফাত উদ্দিন বলেন,বিভিন্ন অঞ্চল থেকে মাদক ব্যবসায়ীরা এসে ঘাপটি মারে আশুলিয়া পুলিশ ফাঁড়ি একালায়, লোকাল লোকের সহযোগিতা নিয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।আমি আমার ফাঁড়ি ও আশুলিয়া থানার ওসি সাহেবের সাথে পরামর্শক্রমে আমাদের অভিযান চলছে এবং চলমান থাকবে।আমি আমার ফাঁড়ি এলাকা কে মাদক মুক্ত করবো।আমি আপনার মাধ্যমে সবাই কে বলতে চাই,আমাদের কে সহযোগিতা করুন মাদক কে না বলুন।আমরা এর আগেও মাদক অভিযান পরিচালনা করে দুই(০২) জন মাদক ব্যবসায়ী কে মামলা দিয়ে চালান দিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন