সাভারের আশুলিয়ায় এক পোশাকশ্রমিক স্বামীকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়েছেন তার স্ত্রী। ওই পোশাকশ্রমিকের নাম মিঠু প্রামাণিক (৩০)।
শুক্রবার (১০ মে) রাতে স্ত্রীর বিরুদ্ধে আশুলিয়া থানায় এমন অভিযোগ দায়ের করেছেন আহত মিঠু প্রামাণিক নিজেই।
মিঠু বগুড়া জেলার গাবতলী এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় স্ত্রী-সন্তানসহ ভাড়া থাকতেন। জামগড়ার প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি।
স্থানীয়রা জানান, অভিযুক্ত স্ত্রীর নাম সুমি আক্তার (২৫)। বগুড়ার গাবতলী এলাকার জলিল প্রামাণিকের মেয়ে তিনি। তার সঙ্গে প্রায় দুই বছর আগে মিঠু প্রামাণিকের বিয়ে হয়।
শনিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই মিলন ফকির।
তিনি বলেন, ভুক্তভোগী মিঠু প্রামাণিক তার স্ত্রী সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।