সানোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস উপলক্ষ্যে "ওপেন এয়ার কনসার্ট প্রেজেন্টেড বাই কেক স্ট্যান্ড" শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ মে) রাতে বিজয় উল্লাস মুক্তমঞ্চ, কুষ্টিয়া পৌরসভায় কনসার্টটি অনুষ্ঠিত হয়। সেখানে জনপ্রিয় সব গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ খালিদ হোসেন জুয়েল ও তার ব্যান্ড নীল। উক্ত কনসার্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা জনাব আজগর আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশে আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা, কুষ্টিয়া।
কনসার্টে আশি ও নব্বই দশকের জনপ্রিয় বাংলা গান গেয়ে দর্শক মাতান ব্যান্ড নীল শিল্পীরা। এসময় ব্যান্ড নীলের পক্ষে পারফর্ম করেন- ভোকাল: অধ্যাপক জুয়েল খালিদ, বেস গিটার: ইরফান স্বপ্নন, ড্রামস: বিপ্লব, কিবোর্ড ও ভোকাল: তানবীর, লিড গিটার ও ভোকাল: রোহান, ব্যান্ড ম্যানেজার: শাহানুর, মিডিয়া উইং ম্যানেজার: হামিম।
কনসার্ট চলাকালে বিজয় উল্লাস চত্বর ছিলো কানায় কানায় পূর্ণ। এসময় দশর্করা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে আনন্দে মেতে ওঠেন। দর্শক-শ্রোতারা নীল ব্যান্ডের সংগীত শিল্পীদের জাদুকরী সুরের মুর্ছনায় মোহিত হন।
Tags
বাংলাদেশ