মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সদর উপজেলা গোভিপুর গ্রামে স্বামীর হাসুয়ার (দেশীয় অস্ত্রী) কোপে স্ত্রী সালেহা খাতুন নিহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) ভোরে গোভিপুর গ্রামের স্কুলপাড়ায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাহী বক্স ও তার স্ত্রী সালেহা খাতুন নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মত ভোরে নামাজ পড়তে উঠেন সালেহা খাতুন। এ সময় কোন কারণে কথা-কাটাকাটির জেরে ঘরে থাকা হাসুয়া দিয়ে স্ত্রী সালেহাকে কুপিয়ে আহত করেন স্বামী এলাহি বক্স।
পরে আহত সালেহা খাতুনের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাহি বক্স মানসিক ভারসাম্যহীন বলে জানাচ্ছে পরিবারের সদস্যরা। তাকে আটক করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সালেহা খাতুনকে চিকিৎসা দেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এলাহি বক্সকে আটক করা হয়েছে। এই ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।