Daily News BD Online

নগরকান্দার ফুলসুতি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

 


হৃদয় শীল, ফরিদপুর প্রতিনিধিঃ 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৪নং ফুলসুতি ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।বুধবার (২৯ মে) দুপুরে ফুলসুতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ফুলসুতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ জুলফিকার আলী।

এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা, ব্যায় ৫৮ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। এছাড়া উদ্বিত্ত ধরা হয়েছে ৭ লক্ষ ৬ হাজার টাকা।

উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ফুলসুতি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন