মহিউদ্দিন আহমেদ :
গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা-র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষন দাস,উপজেলা প্রকৌশলী আবদুস ছামাদ,শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, শ্রীপুর রেঞ্জের সদর বিট অফিসার আলাল উদ্দিন, মোখলেছুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,বরমী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,ও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সংবাদকর্মীবৃন্দ।
সভায় সদ্য শেষ হওয়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে সম্পুর্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেন বক্তারা। এছাড়াও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করলেও উপজেলায় মাদকের ছড়াছড়ি, গরু চুরি ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আসন্ন ঈদকে সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে সবার সহযোগিতা কামনা করা হয়।