হৃদয়
শীল, ফরিদপুর প্রতিনিধি :
বয়স তার আঠেরো কিংবা ঊনিশ যে বয়সে দূরান্তপণে
ছুটে চলার কথা সেই বয়সে রোগাক্রান্তে শরীর নিয়ে চলা ফেলা করাই যে দায়
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের দিনমুজুর সাহেব
আলীর ছেলে ওমর ফারুক। মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুক লিভার ক্যান্সারে
আক্রান্ত টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না বাবা, সম্প্রতি বাবা সাহেব
আলী তার ছেলে কে নিয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নেবার কথা বলেন।
দিনমুজুর
বাবা সাহেব আলী তার ছেলেকে টাকার অভাবে ভারতে চিকিৎসা জন্য নিতে পারছে না
বলে জানান সাহেব আলী। এ সময় সাহেব আলী সাংবাদিকদের বলেন, আমি গরিব মানুষ
আমার যে অনৈতিক অবস্থা ঢাকা নিয়ে চিকিৎসা করানোই কষ্টসাধ্য তবুও ধারদেনা
করে অনেক কষ্টে ঢাকায় ডাক্তার দেখিয়েছি তিনি বলেছেন যে আমার ছেলে ওমর
ফারুকে ভারতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেছেন। ভারতে চিকিৎসার জন্য
গেলে তো নয় থেকে দশ লক্ষ টাকার প্রয়োজন এতো টাকা আমি কোথায় পাবো আমি
বিত্তবানদের প্রতি অনুরোধ জানাই আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসার জন্য। আমার
ছেলেটা যেন আগের মত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এই প্রত্যাশা ওমর
ফারুকের পরিবারের। লিভার ক্যান্সারে আক্রান্ত ওমরকে বাঁচাতে এগিয়ে আসুন
সাহায্য পাঠাতে (বিকাশ : ০১৭১৬৯৫৬৩৩৫ নগদ:- ০১৬০৬৪৮২১৭৪)