Daily News BD Online

বিশ্ব তামাক মুক্ত দিবসে বাজেটে তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি বক্তাদের



মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) :

"তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। 

গতকালবৃহস্পতিবার বেলা  ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজনে এবং সহযোগিতা পথ সামাজিক উন্নয়ন সংগঠন ,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচী, র‌্যালী ও লিফলেট বিতরণের মাধ্যমে এ তামাক মুক্ত দিবস  পালন করা।
আসন্ন বাজেটে তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে তামাক দ্রব্য গ্রহণে ও ধূমপান গ্রহণে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন মাধ্যমে ব্যাপক প্রচার দাবি জানানো হয়েছে।

এসময় বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় অংশ নেন, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম,  শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপস্থিত বক্তারা বলেন, তামাক ও ধূমপান উৎপাদনকারী কোম্পানিগুলোকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তামাকজাত দ্রব্যের বিভিন্ন চটকদারি বিজ্ঞাপন তৈরি ও সম্প্রচার বন্ধ করতে হবে। অনেক সময় দেখা যায়, এসব বিজ্ঞাপন দেখে কোমলমতি শিশু কিশোররা ও যুবক-যুবতীরা তামাক দ্রব্যের দিকে ও ধূমপানের দিকে ঝুঁকে পড়ছে। সুতরাং ওই সকল বিজ্ঞাপন বন্ধ করে তামাক দ্রব্য গ্রহণে ও ধূমপান গ্রহণে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন মাধ্যমে ব্যাপক প্রচার এবং আসন্ন বাজেটে তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন