Daily News BD Online

মুরাদনগরে সুতার গোডাউনে আগুন, ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকার



হাফেজ নজরুল

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামে ব্যবসায়ী আবু মুছার গোডাউনে আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

শনিবার ভোর ৩টার পর আগুনের লেলিহান দেখে 

গ্রামের লোকজন যে যা পেয়েছে তাই নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, খবর পেয়ে মুরাদনগর থেকে 

ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে তাদের  প্রচেষ্টায় সকাল ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, এর মধ্যে ব্যবসায়ী আবু মুছার সুতার গোডাউনের সকল মালামাল পুড়ে যায়, এ ব্যপারে ব্যবসায়ী আবু মুছা বলেন আমার কোন শত্রু নেই, তবে আমার মনে হচ্ছে  আগুন বারান্দা দিয়ে কে বা কাহারা লাগিয়েছে, আমার সব শেষ হয়ে গেছে।  আমি ব্র্যাক ব্যাংক থেকে ১৪ লক্ষ টাকা লোন করেছি, আমার ব্যবসার

সাথে প্রায় দেড়শত পরিবার জড়িত ছিল। মুরাদনগর ফায়ার সার্ভিসের ইনিসপেক্টর মোঃ আমজাদ হোসেন বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথে ই ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আগুন কিভাবে লেগেছে এখন ই বলা সম্ভব নয়, তদন্ত করে বলা যাবে কি ভাবে কোথায় থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন