Daily News BD Online

নাগরপুর উপজেলা নির্বাচনে বিজয়ী তিন নতুন মুখ



নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার নির্বাচিত হয়েছে তিনজন নতুন মুখ। নির্বাচিতরা হচ্ছে চেয়ারম্যান পদে খন্দকার সালমান সামস জিৎ, ভাইস চেয়ারম্যান পদে মো. ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম। চেয়ারম্যান পদে খন্দকার সালমান সামস জিৎ (আনারস) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৭শত ৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি তিন বারের উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল (ঘোড়া) প্রতীক পেয়েছেন ১৯ হাজার ৮শত ১৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে তরুন উদয়ীমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক যুব সমাজের নয়নের মনি মো. ফারুক হোসেন (তালা) প্রতীক নিয়ে ১০ হাজার ৮শত ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. ঠান্ডু মিয়া টিউবওয়েল (প্রতীক) পেয়েছেন ১০ হাজার ৩শত ৯৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম (প্রজাপতি) প্রতীক ১৭ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কামরুন্নাহার (ফুটবল) প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৪শত ৭ ভোট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন