Daily News BD Online

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫২ তম সভা অনুষ্ঠিত



আশরাফুজ্জামান রোমান, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলর ৫২ তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।  এছাড়াও সভায় উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের প্রফেসর,  প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন,  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের প্রফেসর,  প্রফেসর ড. মোঃ মোহসীন আলী ও কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আখতার হোসেন চৌধুরী। 

এছাড়াও পবিপ্রবি একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় একাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন