Daily News BD Online

টাঙ্গাইলে মেয়েকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যার চেষ্টা



টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ বছরের শিশু কন্যাকে হত্যার পর বিষপানে মা-বাবা আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার উত্তর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাসরুল হোসাইন একটি টোবাকো (তামাক) কম্পানির সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহে কাজ করতেন। গত ২৮ এপ্রিল মাসরুল হোসাইনের কাছ থেকে কম্পানির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়।

তিনি ওই টাকা পরিশোধ করতে পারছিলেন না। টাকার জন্য কম্পানি কর্তৃপক্ষ তাকে চাপ দিচ্ছিল। এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ নানা বিষয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। এমন পরিস্থিতিতে গত রবিবার রাতে মাসরুল হোসাইন ১২০ পিস ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে নিয়ে যান। এরপর প্রথমে পাঁচ বছরের মেয়েকে তিনি ঘুমের ওষুধ খাওয়ান। পরে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব কালের কণ্ঠকে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুটির বাবা নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত হবে। হত্যার শিকার ওই শিশুর নানি সালেহা বেগম বাদী হয়ে মামলা করেছেন।

পরে শিশুটির বাবা ও মাকে আদালতে পাঠানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন