ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মে) বিকেলে থানা গেটের দেওয়ালে পোস্টার লাগানো তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম তালুকদার বাবুকে একহাজার টাকা ও অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের আরিফুল হক আরজুকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আক্তার এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রার্থী ও তাদের সমর্থকরা এসে পোস্টার ছিঁড়ে ফেলেন।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Tags
টাঙ্গাইল