টাঙ্গাইলের ঘাটাইলে এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে তাকে গাছে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের আকন্দের বাইদ গ্রামে গত শনিবার (১১ মে) এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওই যুবকের পরিবারের। মারধরের শিকার ৩০ বছর বয়সী ওই যুবক গাড়ির চালক।
সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে কয়েক ঘণ্টা পর তা আবার সরিয়ে ফেলা হয়।
ভিডিওতে দেখা যায়, একজন যুবককে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় ইউপি সদস্যের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করছেন ওই ইউপি সদস্যসহ কয়েকজন যুবক। ১৫ মিনিটের ওই ভিডিওতে বিভিন্ন প্রশ্ন করছেন তারা।
ভিডিওতে এক প্রশ্নের জবাবে আটক ওই যুবক জানান, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লোককে পাশের বাড়ির এক নারীর কক্ষে ঢুকতে দেখেন। স্থানীয় আমিনুর ও সানোয়ার নামের দুইজনকে ডেকে এনে বিষয়টি জানান। পরে ওই যুবক পেছনে পেছনে গিয়ে নারীর কক্ষে ঢুকে পড়েন। এরই মধ্যে স্থানীয় জাহিদ নামের এক লোককে নারীর কক্ষে দেখে ফেলেন তিনি। পরে সেখান থেকে সটকে পড়েন জাহিদ। এ ঘটনা ওই নারীর বাবাকে জানালে ওই যুবককে সন্দেহজনক আটক করে তাকেই শ্লীলতাহানির অভিযোগে মারধর করা হয়।