ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল ভূঞাপুর উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার অর্জুনা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলাউদ্দিন খান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গরুবাহী ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন খান ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলাউদ্দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি গরুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আশেপাশে থাকা উপস্থিত স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে টাঙ্গাইলে যাওয়ার পথেই তিনি মারা যান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।