Daily News BD Online

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ইজিবাইক আরোহী নিহত


 

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইজিবাইক আরোহী আবু তালেব নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) ভোরে উপজেলার মসিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব ছাতিহাটি গ্রামের আসর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব ভোর ৬টায় এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে ইজিবাইকে ছাতীহাটি যাচ্ছিলেন। মসিন্দা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবু তালেব মারা যান। বাকি দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন