Daily News BD Online

নাগরপুরে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ নাগরপুর উপজেলা পরিষদ কর্তৃক উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ জোড়া প্লাস্টিকের উঁচ-নিচু বেঞ্চ বিতরণ করেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইমরান হুসাইন শাকিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, ভারড়া উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন