দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ জিল-বাংলা সুগার মিল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শুক্রবার বিকালে জিল-বাংলা সুগার মিলের শ্রমীক ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হানের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। ঘোড়দৌড় খেলাটি উদ্বোধন করেন জিল-বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বুলবুল জেনারেল হাসপাতালের এমডি বুলবুল আহমেদ ও দুর্গা এন্টারপ্রাইজের এমডি বাবু শ্যামল চন্দ্র সাহা।
দূর-দূরান্ত থেকে রঙবেরঙের লালমতি, বাহাদুর, বঙ্গবীর ও সম্রাট বিভিন্ন নামের বাহারি ঘোড়া প্রচীন বাংলার গ্রামীণ জনপদের অন্যতম বিনোদনধর্মী ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কদমে ও দাপটে এই দুটি ধাপে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এমন বিনোদনধর্মী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন। আজ থেকে দুইদিন ব্যাপি এ প্রতিযোগিতা চলবে শেষে জিল-বাংলা সুগার মিলের ওয়ার্কাস ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব দলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান।