দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুর জেলা গোয়েন্দা শাখার দেওয়ানগঞ্জ ডিবি -২ অভিযানে ২ মাদক কারবারি ও ৮ জুয়ারি আটক হয়েছে গতকাল ৭ জুন শুক্রবার দিবাগত রাতে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,জামালপুর জেলা পুলিশ সুপার এঁর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ডিবি-২ এস আই মিজানুর রহমান মিজান, এস আই রায়হান,এএসআই এমদাদুল হক সংগীয় ফোর্স সহ অভিযান চালায় বকশিগঞ্জ থানা এলাকার খামারগেদরা গ্রামে কামাল শাহ মাজারের পাশে বটতলা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন জুয়ারিকে আটক করে ডিবি পুলিশ।
পরে একই রাতে পৃথক আর একটি অভিযানে ডিবি-২ এস আই রায়হান সঙ্গীয় ফোর্স সহ গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকার ডাকাতিয়া গ্রামের করিম ডাকাতের ছেলে মাকসুদুল আলম কিরণ(২৪),মারুফুল আলম কিশোর(২৭)কে ১৫ পিছ ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন সহ দেওয়ানগঞ্জ থানা এলাকার মৌলভীচর গ্রামে ছামাদের বাড়ীর সামনে কাচা রাস্তার উপর থেকে আটক করে।
ডিবি ওসি সোহেল রানা জানান মাদক ও জুয়া আইনে মামলা দিয়ে আসামিদের আজ ৮ জুন শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।