এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুরে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ একটা ব্যারাকে বসবাস করছেন ৫০টি পরিবার। যাপন করছিলেন অতিশয় মানবেতর জীবন। শেষতক একক গৃহ পাচ্ছেন ওই পরিবারগুলো। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেন।
রোববার (০৯ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম শেখ বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য পঞ্চম পর্যায়ে (দ্বিতীয় ধাপে) নির্মিত গৃহ হস্তান্তর করা হবে। আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী এই কার্যক্রম উদ্বোধন করবেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়ায় জরাজীর্ণ ব্যারাকে বসবাসরত ৫০টি পরিবারকে আশ্রয়ন-বি প্রকল্পের আওতায় একক গৃহ প্রদান করা হবে। এছাড়া এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৫১৫ টি পরিবারকে একক গৃহ প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tags
ব্রাহ্মণবাড়িয়া