Daily News BD Online

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পিআইবি পরিচালক জাকির হোসেন


 

হাফেজ নজরুল :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর পরিচালক (প্রশাসন-চ:দ) মোঃ জাকির হোসেন। বাঙ্গরা বাজার থানা প্রেস ক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার প্রেস ক্লাবের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ইমরুল।

শনিবার বিকেলে শ্রীকাইল সরকারি কলেজে  বাঙ্গরা বাজার থানা প্রেস ক্লাবের আহবায়ক এম কে আই জাবেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, হাফেজ নজরুল ইসলাম, শাহিনুল ইসলাম, জুম্মান আলী, মোঃ ওবায়দুল্লাহ, সাখাওয়াত হোসেন, সাইদুজ্জামান ভূঁইয়া, জহিরুল ইসলাম, রাশেদ মিয়া, শাফায়েত হোসেন সুজন, মোঃ ইয়াছিন, ইকবাল হোসেন প্রমূখ ।

পিআইবি পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন এর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তাছাড়া অপসংবাদিকতা রোধে সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার অনুরোধ জানান। এছাড়াও বর্তমানে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সাংবাদিকগণকে নিজেদেরকে যুগোপযোগী করার বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সভা শেষে পিআইবি'র পক্ষ তাদের প্রকাশিত বিভিন্ন গ্ৰন্থ সাংবাদিকদের নিকট প্রদান করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন, সাপ্তাহিক দি গ্লোবাল নেট সম্পাদক লায়ন মিঠু ধর চৌধুরী, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন