আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার কাজীহাল ইউনিয়নের আটপুকুরহাটে ব্র্যাকের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় আটপুকুরহাট বাজারের মহিদুল ইসলাম মার্কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।
শাখাটির হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।
এতে এলাকা ব্যবস্থাপক রবিউল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের আ লিক ব্যবস্থাপক (দাবি) মো. আশরাফ হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের দিনাজপুর জেলা ব্যবস্থাপক (আইডিপি) মো. জুয়েল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রসুল, কাজিহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্র্যাকের আ লিক ব্যবস্থাপক (প্রগতি) মো. আব্দুল সবুর, আ লিক হিসাব ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, আটপুকুরহাট শাখা ব্যবস্থাপক ইউনুস আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, অফিসঘর মালিক মহিদুল ইসলাম প্রমুখ।
ব্র্যাকের আ লিক ব্যবস্থাপক (দাবি) মো. আশরাফ হোসেন বলেন, সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাক। আমরা সবসময় মানুষের কাছে সেবা পৌঁছে দিতে প্রত্যন্ত অ লেও কাজ করছি। এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়ীসহ কৃষকরা উপকৃত হবেন। তারা ক্ষুদ্র ঋণ গ্রহণসহ এ শাখায় আমানত জমা রাখতে পারবেন।
উদ্বোধনকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। ##