বগুড়া প্রতিনিধি :
বগুড়ার বনানী এলাকার শুভেচ্ছা নামের একটি আবাসিক হোটেল থেকে স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (২ জুন) দুপুর ১২টার দিকে ওই হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামণি (২০) ও তার এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। তাদের হত্যার অভিযোগে আটক সেনাসদস্য আজিজুল হক (২৩) চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।
শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রিযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরফাত ইসলাম গণমাধ্যমকে বলেন, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর আজিজুল হক প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন। পরে কক্ষে ফিরে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে আটক করে।