ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বন্ধুর ছোট বোনকে ধর্ষণের অভিযোগে মো. নুর ইসলাম আরিফ ( ২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) তাকে ফেনীর আদালতে পাঠানো হয়।
এর আগে রোববার (৯ জুন) রাতে দাগনভূঞা থানা পুলিশের এসআই নুরুল ইসলামের নেতৃত্বে উপজেলার জগতপুর এলাকা থেকে পুলিশের একটি টিম আরিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরিফ স্থানীয় পৌরসভার জগতপুর এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ভুক্তভোগী নারী উপজেলার পৌর শহরের একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং মানুষের বাসা বাড়িতে কাজ করেন। গ্রেপ্তারকৃত আরিফ সম্পর্কে তার বড় ভাইয়ের বন্ধু হওয়ায় প্রায়ই তাদের বাসায় আসা যাওয়া করত।
গত ১০ মে রাতে আরিফ ওই নারীর ঘরের দরজার সিটকানি খুলে ভিতরে ঢুকে ওই অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন ।
দাগনভুইয়া থানার ওসি আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে।