Daily News BD Online

টাঙ্গাইলে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

 

টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার জেমিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনির হোসেনের বিরুদ্ধে।

শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাইধার চালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেমি মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। তাদের সোহান নামে দুই বছের একটি পুত্রসন্তানও রয়েছে। এ ঘটনায় ঘাতক মনির ও মনিরের মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, চার বছর আগে মনিরের সঙ্গে প্রেমের বিয়ে হয় জেমির। কিছুদিন না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার রাতে কথা-কাটাকাটির জেরে মনির জেমিকে এলোপাতাড়ি মারপিট করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন জেমিকে প্রথম ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরের মাকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন