টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের ৯ দিন পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে বস্তাবন্দি দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) সকালে ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপূর্বপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে ২৬ মে ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নওশিন ইসলাম শর্মিলা (১০) নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শর্মিলার বাবা সুমন মিয়া।
শর্মিলার বাবা সুমন মিয়া বলেন, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মেয়ে নিখোঁজ হওয়ার পর কেউ মুক্তিপণও চায়নি। বাড়ির আশপাশসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পায়নি। সকালে বাড়ির পাশে ধানক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে লোকজন খবর দেয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বস্তাবন্দি একটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।