রাজধানী মিরপুর মধ্য পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকার একটি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তাহ্সিনা কিবরিয়া (১৭) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। তিনি স্বামীর সঙ্গে অভিমান করে ছাদ থেকে লাফ দেন বলে দাবি পরিবারের।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
নিহত তাহসিনা জামালপুর সদরের গোলাম কিবরিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের বাবা গোলাম কিবরিয়া বলেন, ‘আমার মেয়ের ৮/৯ দিন আগে শাকিবের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। একপর্যায়ে গতরাতে স্বামী–স্ত্রী কলহের জের ধরে বাসার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় আমার মেয়ে। পরে তাঁকে উদ্ধার করে পুঙ্গ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসীন অবস্থায় মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানা পুলিশে উপপরিদর্শক (এসআই) মোছা. সালমা বেগম। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা খবর পেয়ে মধ্যরাতের দিকে পঙ্গু হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
এসআই সালমা বেগম আরও বলেন, ‘আমরা নিহতের স্বজনদের কাছে জানতে পেরেছি স্বামী–স্ত্রী কলহের জেরে বাসার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’