ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলার সদর ও বোরহানউদ্দিন ২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে (ওসি) বদলি করা হয়েছে। ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান শনিবারের (৬ জুলাই) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে দেখা গেছে, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনির হোসেন মিঞাকে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস্) পুলিশ সুপার কার্যালয়ে, সেখানের দায়িত্বরত ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান পাটোয়ারীকে ভোলা সদর মডেল থানায় ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকিরকে আরওআই রিজার্ভ অফিসে বদলি করে,লালমোহনের মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামকে বোরহানউদ্দিন থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
গত বছরের জুলাই মাসে শশীভূষণ থানা থেকে মিজানুর রহমান পাটোয়ারীকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপস শাখায় বদলি করা হয়। তিনি দীর্ঘ একবছর ওই শাখার দায়িত্বে ছিলেন।
বদলি হওয়া ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞাকে গত বছরের ডিসেম্বর মাসে বোরহানউদ্দিন থানা থেকে বদলি করে ভোলা সদর মডেল থানায় দায়িত্ব দেয়া হয়। মাত্র ৬ মাসের মাথায় থানা থেকে পুনরায় তাকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপস্ শাখায় বদলি করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকিরকে গেল বছরের ডিসেম্বর মাসে ভোলা সদর মডেল থানা থেকে বোরহানউদ্দিন থানায় বদলি করা হয়েছিল। প্রত্যেকে স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছেন।