হাফেজ নজরুল : দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলা ও ছাত্র সাইদুল ইসলাসহ কয়েকজন ছাত্র হত্যার প্রতিবাদে এবং বৈষম্যমূলক কোটা প্রথার সংস্কারের দাবিতে কুমিল্লা মুরাদনগরে কোম্পানীগঞ্জ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ওরাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টায় উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ থেকে মিছিলটি শুরু করে নবীনগর রোড হয়ে নগরপাড় দিয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা ৩টা পর্যন্ত রাস্তা অবরোধ করে অবস্থান করেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী।
বিক্ষোভ মিছিলে উপস্থিত শিক্ষার্থীরা কোটা প্রথার নেতিবাচক দিকগুলো তুলে ধরে সকলের সামনে। কোটা সংস্কার আন্দোলনে কুবি, ঢাবি, চবি, রাবি, জাবি, বেরোবি, জবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্র সাইদুল ইসলামের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে শিক্ষার্থীরা। শিক্ষাঙ্গণ রক্তে লাল করে পড়ালেখার পরিবেশ বিনষ্টকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানায় তারা। পরবর্তীতে “কোটা না মেধা, মেধা মেধা”, “আমার ভাইয়ের রক্ত কেন? জবাব চাই, জবাব চাই”, “আমার বোনের রক্ত কেন? জবাব চাই, জবাব চাই” বিভিন্ন শ্লোগানে প্রায় ৪ ঘন্টা কোম্পানীগঞ্জের কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের রাস্তা অবরোধ করে রাখেন এবং পরিশেষে শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ মিছিলের সমাপ্তি করেন।
Tags
মুরাদনগর