Daily News BD Online

সেনাবাহিনীতে চাকরি, বিবাহিতরাও পারবেন আবেদন করতে


আবেদন করার লিংক নিচে।

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ৮৪তম এএমসি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনী এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন—

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৮৪তম এএমসি কোর্স – পুরুষ/মহিলা

পদ সংখ্যা: অসংখ্য।

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):

ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) – (পুরুষ/মহিলা):

১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।

২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।

৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।

খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে ‘এ’ গ্রেড, ১টি তে ‘বি’ গ্রেড।

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ১ ইঞ্চি

ওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজি

বুক: পুরুষ স্বাভাবিক ৩০ প্রসারণ ৩২, নারী স্বাভাবিক ২৮ প্রসারণ ৩০

নাগরিকত্ব: জন্মসূত্রে বাংলাদেশি

বৈবাহিক অবস্থা:

ক। পুরুষ: অবিবাহিত। তবে,০১ জানুয়ারি ২০২৫ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদনকারীকে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৪ পর্যন্ত।

লিখিত পরীক্ষা: ২৩ আগস্ট ২০২৪ পর্যন্ত।

সময়: সকাল ৯টা।

স্থান: শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস।

পরীক্ষার ফলাফল: সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট/এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

আবেদন করার লিংক : https://join.army.mil.bd/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন