Daily News BD Online

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ


কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান সৌরভী।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে নয়টায় নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট পদত্যাগের বিষয়টি নুসরাত জাহান সৌরভী নিশ্চিত করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসারের ওপর ছাত্রলীগ কর্তৃক মারধরের ঘটনার প্রতি নিন্দা জানিয়ে নুসরাত জাহান সৌরভী এ পদত্যাগের ঘোষণা দেন। 

নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট তিনি উল্লেখ করেন, 'নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।' সূত্র: আরটিভি, বাংলাভিশন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন