Daily News BD Online

টাঙ্গাইলে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১


টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মজনু শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আব্দুল বারেক শেখের ছেলে।

ধনবাড়ী থানার ওসি হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুশুদ্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মজনুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর মজনুকে রোববার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন