নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে সরকারী রাস্তা রাতের আধাঁরে দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জানা যায়, টাঙ্গাইল আরিচা সড়ক হইতে চৌহালী-কালামপুর সড়কের উপজেলা সদর হাসপাতাল রোডের কাঁচা বাজার সংলগ্ন (ঔষধ পট্রি) নামক স্থানে রাস্তার পশ্চিম পাশে মজিদ নামের এক ব্যক্তি সড়কের মধ্যে দোকান ঘর নির্মাণ করে সরকারী জায়গা দখল করেছে। এতে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, সদর বাজারে যানজট নিরসন ও জনগণ ভূগান্তি লাঘবে কালী বাড়ী সংলগ্ন পাকা রাস্তা থেকে কাঁচা বাজার রাস্তার সাথে সরাসরি সড়ক যোগাযোগের উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি উপজেলা প্রশাসন রাস্তার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ করা জায়গায় শুক্রবার রাতে অদৃশ্য শক্তিবলে জনৈক আব্দুল মজিদ ফের অবৈধ দোকান নির্মাণ করেন। ফলে ব্যাহত হচ্ছে চৌহালী কালামপুর সড়কের যোগাযোগ ব্যবস্থা।
নাগরপুর বাজারের একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তা নির্মানের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং রাস্তা নির্মানের জন্য অর্থ বরাদ্ধ হয়েছে বলেও জানা গেছে।
এব্যাপারে আব্দুল মজিদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ক্রয় সূত্রে তিনি এই জমির মালিক।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সরকারী রাস্তার জায়গা কোন ভাবেই স্থাপনা নির্মান করতে পারেনা। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছদ করে রাস্তার কাজ শুরু করা হবে।