Daily News BD Online

ব্রাহ্মণপাড়ায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

 


ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি
কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কে জাতীয়তাবাদী দল বিএনপি'র অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল  ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫) আগষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলা সিএনজি ষ্টেশনে দিনব্যপী, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের গ্রেফতার এর দাবিতে এ অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও শাহজাহান সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির। উপস্থিত ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূইয়া রিপন ও মালাপাড়া ইউপি চেয়ারম্যান মালাপাড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম,সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক করির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,  উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু,এনামুল হক সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম ভূঁইয়া, যুবদলের নেতা এডভোকেট মনিরুল ইসলাম, তাজুল ইসলান,এডভোকেট আবদুল্লা আল মামুন, মনির হোসেন, নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক নেতা এমদাদ হোসেন সবুজ সহ উপজেলা বিএনপি ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন