Daily News BD Online

ব্রাহ্মণপাড়ার বাড়ী ঘর ছেড়ে ৮০ হাজার লোকজন আশ্রয় কেন্দ্রে

 


  • গোমতী নদী ও সালদানদী বাঁধ ভাঙ্গায় ১লক্ষ  ৫০ হাজার মানুষ  পানি বন্ধী

 

ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি
কুমিল্লার  বুড়িচং বুরবুড়িয়ার  গোমতী নদী ও ব্রাহ্মণপাড়ার বাগড়া  সালদানদী নদীর বাঁধ ভাঙ্গার ফলে  ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ৮০ হাজার মানুষ  বুড়িচং প্রায় ২ লক্ষাধিক মানুষ  বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা উচু ভবনে আশ্রয় নিয়েছেন।   ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় নারী পুরুষ শিশু সহ ১ লক্ষ ৫০ হাজার এবং  বুড়িচং  উপজেলায় ২ লক্ষাধিক মানুষ   পানি বন্ধী রয়েছে।
ব্রাহ্মনপাড়া উপজেলার বাগড়া, মানর, আনন্দপুর,  নাগাইশ, বড়ধুশিয়া,  চান্দলা,নাইঘর,   টাটেরা, ছানিয়ানী, সাজগর,  দেউস, সাহেবাবাদ, জিরুইন, নগরপাড়, টাকুই, রামনগর, গোপালনগর, সিদলাই, কান্দুঘর, ঘাঘড়াকাটা, ষাইটশালা, অলুয়া, রামনগর, বেজুড়া, দুলালপুর,  দীগিরপাড়, কান্দঘর, পোমকাড়া
সহ উপজেলার সর্বত্র পানি লোকালয়ে প্রবেশ

একদিকে গোমতী নদীর বাঁধ ভাঙ্গে বুড়িচং ব্রাহ্মনপাড়া লোকজন  পানি বন্ধী অন্যদিকে সালদানদীর নদীর বাঁধ ভাঙ্গে ব্রাহ্মনপাড়ায় লোকালয়ে প্লাবিত হওয়ায়   মরার উপর খেরার গায়ের মত সৃষ্টি হয়েছে।  পানি বন্ধী এলাকার লোকজন তাদের পরিহিত কাপড় চোপড়  শুকনো খাবার নিয়ে নিজ নিজ নারী পুরুষ তাদের ভিটা মাটি
বাড়ী ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।   অনেকে তাদের  গরু, ছাগল, হাস মোরগী নিয়ে আসতে দেখা যাচ্ছে, দুই উপজেলার হাজার হাজার  পুকুরের মাছ বানের পানিতে বেসে যাচ্ছে।

  মানুষের মাধ্যে আতংক বিরাজ করছে, কুমিল্লা বুড়িচং ব্রাহ্মনপাড়া সড়কের ভরাসার বাজার, পূর্ণ মতি, বুড়িচং বাজার, টাটেরা,
পর্যন্ত রাস্তার উপর প্রায় স্থানে ৩/৪ ফুট পানি যার ফলশ্রুতিতে এই রাস্তা দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করছেনা। তবে ব্রাহ্মণপাড়া উপজেলায় যানবাহন চলাচল করছে ব্রাহ্মনপাড়া উপজেলার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর রাস্তা হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় যানবাহন প্রবেশ করতে পারে। বন্যার পানিতে মানুষ যে কত অসহায় নিজ চোখে না দেখলে বুঝা যায় না, বাড়ী ঘরে পানি উঠার কারনে মানুষের রান্না করে খাবার খেতে বেশি সমস্যা হচ্ছে। ২৮ আগষ্ট ব্রাহ্মণপাড়া দক্ষিন এলাকায় পানি একটু কমতে থাকলেও ব্রাহ্মণপাড়া দক্ষিণ এলাকায় পানি বৃদ্ধি হয়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন