Daily News BD Online

‘দৈনিক সবুজ বাংলা’র পরিবারকে ‘মাস্তুল ফাউন্ডেশন ভলান্টিয়ার্স’ এর শুভেচ্ছা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট সংযোগ না থাকা, কারফিউর মতো বিরূপ পরিস্থিতির মধ্যেও 'দৈনিক সবুজ বাংলা'র সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়েও প্রকাশনা অব্যাহত রেখেছেন। দূর্যোগকালীন সময়ে প্রকাশনা চালিয়ে যাওয়া জাতীয় দৈনিকগুলোকে ধন্যবাদ জানাচ্ছে দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন ভলান্টিয়ার্স। গতকাল  সবুজ বাংলা পরিবারের সকলকে ফুল দিয়ে ধন্যবাদ জানান সেবামূলক সংগঠনটির প্রতিনিধি দল। দূর্যোগকালীন সময়ে অগ্রনী ভূমিকা রাখা ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান ও প্রধান ফটোসাংবাদিক গোলাম মোস্তফার হাতে ফুল ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়ে। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলার প্রকাশক ও সম্পাদক গাজী মো. শফিকুল হক।

 

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধসহ শত বাধাবিপত্তির মধ্যেও ঝুঁকি নিয়ে কাজ করা ও সঠিক খবর প্রকাশ করায় সবুজ বাংলাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় মতিঝিলে 'দৈনিক সুবজ বাংলা'র কার্যালয়ে এসে উপস্থিত সংবাদকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মাফিয়া সুলতানা লিমা, মুশফিকুর রহমান আলিফ, সৈয়দা প্রিয়াঙ্কা। এসময় তারা দৈনিক সবুজ বাংলার নির্বাহী সম্পাদক শফিক কলিম, ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান, চিফ রিপোর্টার রকীবুল হক, চিফ ফটোগ্রাফার মো. গোলাম মোস্তফাকে, জয়েন্ট নিউজ এডিটর আতিকুর রহমানকে বিশেষ কৃতজ্ঞতা জানান।

এছাড়াও তারা ফুল ও ধন্যবাদপত্র তুলে দিয়ে সবুজ বাংলার প্রতিবেদক দেলোয়ার হোসেন, তাসকিনা ইয়াসমিন, সাইফ আশরাফ, মোহাম্মদ আব্দুল্লাহ, সাব এডিটর জামিল আহমদ, খন্দকার ওবায়দুল্লাহ, সাখাওয়াত হোসাইন, সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলী হোসেন, নেয়ামত উল্লাহ, গ্রাফিক্স বিভাগের সাইমন ইসলাম সাগর, মো. সাইদুল ইসলামকে শুভেচ্ছা জানান।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের ভূমিকা আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায়ও আপনাদের মাধ্যমেই আমরা পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাতে আমরা মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এখানে এসেছি।

তারা আরও বলেন, আপনাদের মতো সাহসী ও নিঃস্বার্থ মানুষদের জন্যই আমাদের সমাজ এগিয়ে যায়। আপনাদের লেখনির শক্তি, মেধা ও পরিশ্রমের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সত্য, সংগ্রাম ও সফলতা তুলে ধরার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই অবদান আন্দোলনের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আশা করি, আপনাদের মহৎ কাজ অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন