Daily News BD Online

দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল


গোপালগঞ্জ প্রতিনিধি :

সারাদেশে  সংখ্যালঘুদের উপর হামলা,নির্যাতন, হত্যা, ধর্ষন, বাড়িঘর লুটপাট  ও অগ্নিসংযোগের বিরুদ্ধে উত্তর গোপালগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
উত্তর অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে বুধবার (১৪আগস্ট) দুপুরে  সাতপাড় বাজার হতে একটি বিক্ষোভ মিছিল বৌলতলী, সাহাপুর, সিংগা, করপাড়া, কংশুর, উলপুর. নিজড়া’সহ বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি বৌলতলী বাজার সামনে মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  
সাতপাড় থেকে বৌলতলী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে লক্ষাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। এসময় গোপালগঞ্জ টেকেরহাট সড়কে প্রায় সাড়ে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের অংশগ্রহনে ওই এলাকার সড়কগুলো কানায় কানায় পূর্ন হয়ে যায়।

সমাবেশে বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ^াসের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় সরকার অনাদি, সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ^াস বাপি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, হিন্দু নেতা টিটো বৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন।


সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সংখ্যালঘু কমিশন গঠন করাসহ ৮ দফা দাবী তুলে ধরে বলেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর হচ্ছে। সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা'সহ হিন্দু মা-বোনদের  লাঞ্ছিত করা এবং দেশছাড়ার হুমকি দেওয়া হয়। এর বিরুদ্ধে দ্রæত পদক্ষেপ নেয়া এবং ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়াতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন