গোপালগঞ্জ প্রতিনিধি:সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা,নির্যাতন, হত্যা, ধর্ষন, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে গোপালগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে সোমবার (১২আগস্ট) সকাল ১১ টায় সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি হতে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
শহরের প্রধান সড়ক পুলিশ লাইনস্ থেকে পাঁচুরিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে কয়েক লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। এসময় শহরের প্রধান প্রধান সড়কে প্রায় সাড়ে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের অংশ গ্রহনে কানায় কানায় পূর্ন হয় গোপালগঞ্জ শহর।
সমাবেশে পূজা উৎযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস,গোপালগঞ্জ সদর হাসপাতালের সাবেক সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক,সাবেক জেলা শিক্ষা অফিসার মঙ্গল চন্দ্র বিশ্বাস, প্রভাষক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিতিশ রায়, হিন্দু নেতা টিটো বৈদ্য, উজ্জ্বল বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সংখ্যালঘু কমিশন গঠন করাসহ ৮ দফা দাবী তুলে ধরে বলেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর হচ্ছে। সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা'সহ হিন্দু মা-বোনদের লাঞ্ছিত করা এবং দেশছাড়ার হুমকি দেওয়া হয়। এ সবকিছুর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া এবং ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়াতে হবে।
Tags
গোপালগঞ্জ