Daily News BD Online

মতিঝিলে ইসলামী ব্যাংকে হামলা, গুলিবিদ্ধ পাঁচ কর্মকর্তা

 


নিজস্ব প্রতিবেদক :

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখল করার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। তারা ব্যাংকটি থেকে বিতাড়িত এস আলম গ্রুপের লোক বলে অভিযোগ উঠেছে। তাদের এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন ব্যাংকটির পাঁচ কর্মকর্তা। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।

আজ রোববার (১১ আগস্ট) রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা শফিউল্লাহ সরদার, মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ। অন্যজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।


ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, ‘২০১৭ সালে বলপ্রয়োগ করে ব্যাংকটির বৈধ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে দখলে নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। এরপর তারা সাধারণ গ্রাহকদের প্রায় ৩৬ হাজার কোটি টাকা বেনামে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ হয়েছে।’


তিনি আরও বলেন, ‘সম্প্রতি রাজনৈতক পটপরিবর্তনের পর গত সপ্তাহে এস আলম গ্রুপ বেআইনিভাবে আরও ৮৫০ কোটি টাকা ছাড় করিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাংকের কর্মকর্তারা এটি আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ এস আলম গ্রুপের লোকেরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এসে এলোপাথাড়ি গোলাগুলি করে ব্যাংক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। পরে ব্যাংকের শত শত কর্মকর্তা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।’


বিষয়টি নিয়ে এস আলম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সবার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

এস আলম গ্রুপ পতিত স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংক দখল করে নিয়েছিল। সাম্প্রতিক পটপরিবর্তনে তাদের কেউ আর ব্যাংকগুলোতে আসছেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন