Daily News BD Online

মুরাদনগরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

 


হাফেজ নজরুল :
মুরাদনগরে চুরির অভিযোগে ফারুক (৩৫)নামের  এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
 
ঘটনাটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে, নিহত ফারুক মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার (ইদন) ছেলে।
এলাকা সূত্রে জানা যায় যে, বিগত কয়েক বছর ধরে এলাকার  কয়েকটি গ্রামে রাত হলে ই চুরি বেড়ে গেছে, কয়েকটি গ্রাম ও মুরাদনগর, বাঙ্গরা,হোমনা  ও তিতাস এলাকায় তার কয়েকজন সহকারী নিয়ে সারা রাত কোন না কোন এলাকার গ্রামে চুরি করা ই তার নেশা হয়ে গিয়েছিল, গত ফেব্রুয়ারিতে গ্রামের  প্রবাসী সালাউদ্দিনের বাসায় চুরি করে, এ বিষয়ে সালাউদ্দিন তাকে চুরির কথা বললে ফারুক সালাউদ্দিনের পেটে চুরি মেরে পালিয়ে যায়,তার পরিবার ছাড়া গ্রামের সকলের বাড়ীতে চুরি করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ইউপি সদস্য আরিফ উল্লাহ বলেন এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ৩ মাস পূর্বে গ্রামের সবাই কে নিয়ে মিটিং করে  গ্রামবাসী মিলে পাহাড়া দেওয়ার ব্যবস্থা করেছি, শনিবার রাত ২ টার পর গ্রামের শরিফের বাড়ীতে চুরি করতে ফারুক প্রবেশ করেছে এমন অভিযোগে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিলে ফারুক নদীতে ঝাপ দিয়ে লুকিয়ে যায়, কয়েক ঘন্টা খুঁজে বের করে উত্তেজিত জনতা গণধোলাই দিলে তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন,
আমার ছেলে কে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছি, ২ বছর তাকে শিকল বন্ধী করে রেখে ও তাকে ভালো পথে আনতে পারিনি, সে নেশা করত।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনার বিষয়ে জানার সাথে সাথে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে, নিহতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন