Daily News BD Online

সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দগ্ধ হওয়া স্বামী-স্ত্রীর মৃত্যু, ছেলের অবস্থা আশঙ্কাজনক



নিজস্ব প্রতিনিধিঃ গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও  ছেলেসহ ৩ জন আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্বামী স্ত্রী মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে স্ত্রী লায়লা (৫০) ও গতকাল রোববার সন্ধ্যায় স্বামী হাবিব (৫৫) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যু বরণ করেন।

স্থানীয় এলাকা সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামের কবির মিয়ার নীচ তলার ভাড়াটিয়া লায়লা বেগম প্রতিদিনের ন্যায় গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরে রাতে গ্যাসের চুলার সুইজের লিকেজ থেকে গ্যাস বাহির হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে লায়লা বেগম চুলায় আগুন দিতে গেলে কিছু বুঝার আগেই ঘরের মধ্যে বাতাসের সাথে মিশে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা লায়লা তার স্বামী হাবিব ও ছেলে রিফাদের (২৫) গায়ে আগুন লেগে দগ্ধ হয়। পরে তাদের আত্মচিৎকারে ও ঘরে আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে আশংকা জনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। 

আগুনে লায়লার ৯৫ শতাংশ তার স্বামী হাবিবের ৩৭ শতাংশ ও ছেলে রিফাতের ২০ শতাংশ পুড়ে যায়। পরে শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই দিন চিকিৎসার পর রোববার সন্ধ্যায় স্বামী হাবিব ও সোমবার সকালে স্ত্রী লায়লা মৃত্যু বরন করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন